.
দুর্গাপুরের প্রান্তিকায় একটি পেট্রোল পাম্পে ক্রেতাকে পরিমাণে কম তেল দেওয়া নিয়ে অভিযোগকে কেন্দ্র করে বচসার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় সোমবার সন্ধ্যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় এক যুবক প্রান্তিকার পেট্রোল পাম্পে বাইকে তেল ভরতে আসেন। ওই যুবকের অভিযোগ, পেট্রল পাম্পের কর্মী তেল দেওয়ার পর বাইক চালু করতে গেলে বাইক চালু না হওয়ায় তিনি বাইকের তেলের ট্যাঙ্ক খুলে দেখেন সেখানে কোন তেল নেই। এরপর অভিযোগ জানাতে গেলে পেট্রোল পাম্পের কর্মীদের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থা সামাল দেয়।
Like Us On Facebook