নিম্নচাপের প্রাভাবে অঝোর ধারায় চলছে বৃষ্টি। ঝাড়খন্ডেও প্রবল বৃষ্টিপাত হওয়ায় বাড়ছিল অজয় নদে জলের স্তর। রবিবার রাতে কাঁকসার শিবপুর-জয়দেবে অজয় নদের উপরের অস্থায়ী ব্রিজ জলের তোড়ে ভেসে যায়। সেই অস্থায়ী ব্রিজ জলের তোড়ে ভেসে যাওয়ায় সোমবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই রাস্তা দিয়ে দুই জেলার যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা কিছুটা সচল রাখতে অজয় নদের উপর বাঁশের মাচা করা হয়েছিল মঙ্গলবার। ঝুঁকি নিয়ে তাতেই চলছিল পারাপার।
স্থানীয় মানুষরা জানান, আজ, বুধবার সকালে দুই বাইক আরোহী সেই মাচা দিয়ে বীরভূমের দিক থেকে কাঁকসার শিবপুরের দিকে আসার সময় আচমকাই ভেঙে পড়ে বাঁশের মাচা। তলিয়ে যায় ২টি বাইক সহ দুই আরোহী। এলাকাবাসীরা এবং বীরভূমের ইলামবাজারের জয়দেব ফাঁড়ির পুলিশ দুই ব্যক্তিকে কোনক্রমে উদ্ধার করে। কিন্তু বাইকগুলি উদ্ধার করা সম্ভব হয়নি। দুটি বাইক অজয়ের জলে তলিয়ে গেছে। এখনও কোন খোঁজ মেলেনি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অজয়ের দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে।