সোশ্যাল মিডিয়ায় ভ্যাকসিন নিয়ে অপ্রচারের ছবি দেখে আতঙ্কিত হয়ে পড়ায় দুর্গাপুরের কাদা রোড এলাকা সংলগ্ন যৌনপল্লীতে মঙ্গলবার সকালে করোনা ভ্যাকসিন নিয়ে সচেতনতার প্রচার করতে হল দুর্গাপুর মহকুমা প্রশাসনকে। এলাকায় প্রায় ৮০০ জন যৌনকর্মী থাকলেও প্রথম দফায় মাত্র ৯০ জন ভ্যাকসিন নেন। অগ্রাধিকার ভিত্তিতে সুপার স্প্রেডারদের তালিকায় থাকা এই যৌনপল্লীর এমন চিত্র প্রশাসনের নজরে আসতেই তৎপরতা শুরু করে দুর্গাপুর মহকুমা প্রশাসন ও নগর নিগম।
আতঙ্ক কাটাতে আজ কাদারোড় সংলগ্ন যৌনপল্লীতে সশরীরে উপস্থিত হলেন দুর্গাপুরের মহকুমাশাসক শেখর চৌধুরী ছাড়াও দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগাস্থি, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডল ও সহকারী সুপার সহ পুলিশের আধিকারিকরা। মহকুমাশাসক ও মেয়র যৌনকর্মীদের ভ্যাকসিনের কার্যকারিতা ও উপকারিতা বোঝাতে সফল হলে অধিকাংশ যৌনকর্মী স্থানীয় দুর্বার সমিতির কার্যালয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। যৌনকর্মীরা জানান, ব্যবসার ক্ষতির পাশাপাশি ভয় ও আতঙ্কে এই ভ্যাকসিন নিতে অনীহা প্রকাশ করেছিলাম। কিন্তু মহকুমাশাসক, মেয়র সহ স্বাস্থ্য আধিকারিকেরা ভ্যাকসিনের গুরুত্ব বোঝানোর পর সেই অনীহা কেটে গেছে।