গত কয়েক সপ্তাহ ধরে মারণ ফাঁদ তৈরি হয়েছে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের ত্রিলোকচন্দ্রপুর থেকে পানাগড় বাজারের দার্জিলিং মোড় পর্যন্ত রাস্তার ধারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক সপ্তাহ আগে ত্রিলোকচন্দ্রপুর মোড় থেকে পানাগড় আসার পথে রাস্তার বাঁ দিকে প্রায় একশো মিটার অন্তর অপটিক্যাল ফাইবার বসানোর জন্য রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা প্রায় কোমড় সমান সব গভীর গর্ত খুঁড়ে রেখেছে। কিন্তু প্রতিটা গর্তের চার ধারে নেই কোন ঘেরা বা গার্ড।

এর ফলে দিনের বেলা তো বটেই সন্ধ্যা হলেই আরও ভয়ানক অবস্থা হয়ে দাঁড়ায় রাস্তার ধার দিয়ে যাতায়াত করা। প্রায়ই চোখে গাড়ির লাইট পড়ে রাস্তা দেখতে না পেয়ে বাইক ও সাইকেল আরোহীরা গিয়ে পড়ছেন ওই গর্তে। ইতিমধ্যেই এলাকার বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। বাসিন্দারা আরও জানান, সবচেয়ে ভয়ানক অবস্থা হয় যখন একটি গাড়ি অপর একটি গাড়িকে অতিক্রম করে, বাধ্য হয়েই সাইকেল বা বাইক আরোহীকে রাস্তা থেকে কাঁচা রাস্তায় নামতে হয়। আর সেই সময়ই ঘটে বিপত্তি, রাস্তা থেকে নামতে গিয়ে সাইকেল বা বাইক আরোহীরা সোজা গিয়ে পড়ছেন ওই গর্তে। প্রশাসনকে জানিয়েও কোন ফল মেলেনি বলে অভিযোগ এলাকাবাসীর। কবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন তা জানা নেই কারও। তবে দ্রুত সমস্যা সমাধান না হলে আগামী দিনে আন্দোলন শুরু করবেন বলে জানিয়েছেন এলাকার ভুক্তভোগী মানুষজন।


Like Us On Facebook