ফের বিতর্কে জড়ালো দুর্গাপুরের নারায়ণা স্কুল কর্তৃপক্ষ। প্রথমে অতিরিক্ত ফি সহ অনিয়মিত ক্লাস ও অবস্থার ক্ষোভ উগরে দিয়ে ছাত্র-ছাত্রীদের স্কুল ভাঙচুরের ঘটনা, পরে স্কুলে নিরাপত্তায় ঘাটতির সুযোগে দুই স্কুল পড়ুয়ার পালিয়ে যাওয়া নিয়ে অভিভাবকদের ক্ষোভ।

এবার সব বির্তক ছাপিয়ে দুই বছর ধরে কাজ করার পরও অ‍্যাপয়ন্টমেন্ট লেটার না দেওয়া, কাজের অজুহাতে স্কুলের শিক্ষক-শি়ক্ষিকাদের বর্ধিত সময় স্কুলে আটকে রাখা, স্কুলে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য শি়ক্ষক-শিক্ষিকাদের পঠন-পাঠনের পরিবর্তে মার্কেটিং-এর কাজে ব্যবহার করে স্কুল কর্তৃপক্ষ দুর্গাপুরের বাইরে পাঠানো সহ স্কুল কর্তৃপক্ষের অমানবিক আচরণের অভিযোগ তুলে মঙ্গলবার দুর্গাপুরের বিধান নগরের নারায়ণা স্কুলের শিক্ষক-শিক্ষিকারা একজোট হয়ে গণইস্তফা দিলেন।

মঙ্গলবার নারায়ণা স্কুলের সামনে সংবাদ মাধ্যমের কাছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সহ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্ব‍্যবহারের অভিযোগও তোলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। এদিন গণইস্তফা পেয়ে নারায়ণা স্কুল কর্তৃপক্ষ চাপে পড়ে শেষমেষ টনক নড়ে কর্তৃপক্ষের। পরে স্কুল কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষিকাদের ইস্তফা পত্র ফিরিয়ে নেওয়ার আবেদন করে দাবি মানার আশ্বাস দেয় বলে জানা গেছে।

Like Us On Facebook