শিক্ষক দিবসে শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠান বয়কট করার প্রতিবাদে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্র-ছাত্রীরা কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়ল। শিক্ষক দিবসকে কেন্দ্র করে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে শিক্ষক ও পড়ুয়াদের সম্পর্কে চরম সংঘাতের চিত্র ধরা পড়ল।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ, উপস্থিতির হার কম হলে ছাত্র-ছাত্রীদের সেমিস্টার পরীক্ষায় বসতে দেয়না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ শিক্ষক-শিক্ষিকাদের যথেচ্ছ অনুপস্থিতির ফলে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন যে ক্ষতিগ্রস্থ হচ্ছে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের শিক্ষক-শিক্ষিকাদের ক্লাসে অনুপস্থিতি নিয়ে কলেজের ছাত্র-ছাত্রীরা সরব হতেই কলেজের শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের উপর বেজায় ক্ষুব্ধ হন। শিক্ষক-শিক্ষিকারাও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগে ক্ষুব্ধ হয়ে ছাত্র-ছাত্রীদের আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েও তা বয়কট করেন। বুধবার কলেজের ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের এহেন আচরণের তীব্র প্রতিবাদ করেন।