কালীপুজো, ভাইফোঁটার পর খুলবে স্কুল। তার আগেই স্কুলে আসা বন্ধ করে দিলেন পূর্ব বর্ধমানের জামালপুরের বাণী নিকেতন আর এম বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক সেখ ইনসান আলি। আর ছুটির মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জামালপুর চক্রের এসআই অনিন্দিতা সাহা জানিয়েছেন, স্কুলের ছুটি পড়ার বেশ কয়েকদিন আগে থেকেই ওই শিক্ষক স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন বলে তাঁরা জেনেছেন। এব্যাপারে স্কুল খোলার পরই বিস্তারিত জানা যাবে। অন্যদিকে, ওই স্কুলের ছাত্ররা জানিয়েছে, স্কুলে ছুটি পড়ার কিছুদিন আগে থেকেই তাঁদের ইতিহাসের শিক্ষক সেখ ইনসান আলি স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। যেহেতু স্কুল বন্ধ তাই ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে চলছে জোরদার তদন্ত। একের পর এক রাঘববোয়াল ধরাও পড়ছে। গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও তৃণমূলের প্রভাবশালী নেতাদের অনেক আত্মীয়স্বজন কার্যত পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। স্কুলের শিক্ষক পদে চাকরির দুর্নীতি নিয়ে জেলা জুড়েই চলছে চাপান উতোর। আর তারই মাঝে জামালপুরের ওই ইতিহাসের শিক্ষকের স্কুলে না আসা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।