বাবার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনল মেয়ে। লিখিত অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর মহিলা থানা গ্রেফতার করে বাবা জয়ন্ত চৌধুরীকে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ৫৪ ফুট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুরের ৫৪ ফুট সংলগ্ন নেতাজি কলোনি এলাকার বাসিন্দা পেশায় ঠিকাদার জয়ন্ত চৌধুরী। জয়ন্তবাবুর নাবালিকা মেয়ে দুর্গাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী। জানা গেছে, স্কুলের প্রিন্সিপ্যালের কাছে জয়ন্তবাবুর মেয়ে তার বাবার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। এরপরেই দুর্গাপুরের মহিলা থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন জয়ন্তবাবুর স্ত্রী। জয়ন্তবাবুর স্ত্রী ও মেয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত জয়ন্ত চৌধুরীকে। ধৃতকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Like Us On Facebook