শিক্ষিকার মারে ছাত্র হাসপাতালে। ঘটনাটি ঘটেছে দূর্গাপুরের এবিএল প্রাইমারি স্কুলে। জানা গেছে এবিএল প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র শুভজিৎ ঘোষ শনিবার স্কুলের ইংরেজি শিক্ষিকার ক্লাসে পড়া না বলতে পারায় ঐ শিক্ষিকা শুভজিৎকে মারধোর করেন বলে অভিযোগ। স্কুল শেষে শুভজিৎ বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে শুভজিৎকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার শুভজিৎ-এর বাবা অনুপ ঘোষ স্কুলের ইংরেজি শিক্ষিকার নামে অভিযোগ দায়ের করেন দুর্গাপুর মহকুমাশাসকের কাছে। অনুপবাবুর অভিযোগ স্কুলে ছেলেকে পড়তে পাঠালাম আর ইংলিশ দিদিমণি আমার ছেলেকে এমন শিক্ষা দিলেন যে শুভজিৎ এখন হাসপাতালের বেডে শুয়ে। আমি ওই দিদিমণির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালাম মহকুমাশাসকের কাছে। দুর্গাপুরের মহকুমাশাসক বিষয়টি দেখার আশ্বাস দেন বলে জানা গেছে।
Like Us On Facebook