.

সিএএ লাগু হলে ক্ষতি তৃণমূল কংগ্রেসের। রাজ্যের মানুষের কোন ক্ষতি হবে না। তাই তৃণমূল কংগ্রেসের এত বিরোধীতা সিএএ নিয়ে। মঙ্গলবার দুর্গাপুরের ধোবিঘাটে সিএএ’র বর্ষপূর্তির এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই মন্তব্য করলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ও বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। মঙ্গলবার ধোবিঘাটে বিজেপির জেলা উদ্বাস্তু সেলের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। এই সভায় যোগদান করেন বিজেপির এই বর্ষীয়ান নেতা। সভায় বক্তব্য রাখতে গিয়ে তথাগত রায় এদিন সিএএ’র পক্ষে জোর সওয়াল করেন। মঙ্গলবার সভার আগে ধোবিঘাট এলাকার এক উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজন সারেন তথাগতবাবু। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য উদ্বাস্তু সেলের রাজ্য কনভেনর মোহিত রায়, পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুই সহ অন্যান্য বিশিষ্ট দলীয় নেতৃবৃন্দ ও কর্মীরা। রাজ্যের বিধানসভা নির্বাচনে ২০০-র অধিক আসন পাবার দাবি করেন তথাগত রায়।

Like Us On Facebook