কোন ধর্মের প্রতি কারো আঘাত হানা উচিৎ নয়। এক ধর্মের প্রতি এক রকম আচরণ আবার আর এক ধর্মের প্রতি অন্যরকম আচরণ করাও ধর্মের উপর আঘাতের সমান অপরাধ। কবি শ্রীজাত প্রসঙ্গে এই রকমই মতামত দিলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। বুধবার রামনবমী উপলক্ষে দুর্গাপুরের ইস্পাত নগরীর বি-জোনের দেশবন্ধু ভবনে এক ধর্মচক্রে যোগদান করে শ্রীজাত প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা জানান ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। ধর্মচক্রে এদিন তথাগত বাবু ভারতবর্ষ ও হিন্দু ধর্ম বিষয়ে বক্তব্য রাখেন। প্রাক্তন বর্ষীয়ান বিজেপি নেতা তথা বর্তমান ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ের ভারতবর্ষ ও হিন্দু ধর্ম নিয়ে বক্তব্য শোনার জন্য এদিন দেশবন্ধু ভবনে প্রচুর বিজেপি কর্মীদের সমাগম হয়।
Like Us On Facebook