বিধি ভেঙে মন্দিরে চপ্পল পরে ওঠার অপরাধে দুর্গাপুরের এক মন্দিরের সেবায়েত মন্দিরে আগত এক গ্রামবাসীর কান কেটে দিয়ে শ্রীঘরে গেলেন। ঘটনাটি ঘটেছে রবিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার শ্রীকৃষ্ণপুরে। শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা কাঞ্চন রাউত চপ্পল পরে মন্দিরে ওঠেন বলে অভিযোগ মন্দিরের সেবায়েত ভরত দেওয়াসির।
অভিযুক্ত ভরত দেওয়াসি বলেন, বার বার বলা সত্ত্বেও কাঞ্চন রাউত ইচ্ছে করেই মন্দিরের নিয়ম ভাঙছিল। অভিযোগ, সেই অপরাধেই কাঞ্চন রাউতের উপর চড়াও হয়ে তাঁকে ব্যাপক মারধর করে অভিযুক্ত সেবায়েত ভরত দেওয়াসি। হাতের অস্ত্র দিয়ে ভক্ত কাঞ্চন রাউতের কান কেটে দেয় ভরত দেওয়াসি। সেবায়েতের মারে কাঞ্চনবাবু অপর কানেও কম শুনছেন বলে অভিযোগ। কাঞ্চন বাবুকে মারধর করতে দেখে গ্রামের মানুষ একজোট হয়ে ভরত দেওয়াসিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ফরিদপুর থানায় ভরত দেওয়াসির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় বলে জানা গেছে। এরপরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে।