আজ ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাঙালির আবেগের একটি বিশেষ দিন। কিন্তু করোনা মোকাবেলায় দেশ লকডাউন চলছে। তাই আজ গৃহবন্দি হয়েই রবীন্দ্রজয়ন্তী পালন করছেন আপামর বাঙালি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় করোনা মোকাবিলায় বাড়তি সতর্কতা হিসেবে এবার রবীন্দ্রজয়ন্তী পালনের জন্য পুলিশকেই সব রকম দায়িত্ব দিয়েছেন। সারা বাংলায় বিভিন্ন থানার উদ্যোগে সামাজিক দূরত্ব মেনেই শুক্রবার সকালে প্রভাতফেরি অনুষ্ঠান শুরু হয়। বাড়ির সামনে দিয়ে পুলিশ পরিবেষ্ঠিত হয়ে লাল পাড় শাড়িতে সুসজ্জিত স্কুল পড়ুয়াদের সঙ্গে খাঁকি উর্দি পরিহিত পুলিশ কর্মীরা রবীন্দ্র সংগীতের সুরে সুর মেলান – ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’। গৃহবন্দি মানুষের কাছে বেঁচে থাকার জন্য খাদ্য সামগ্রী থেকে যেকোন রকমের সহযোগিতা থেকে রবীন্দ্র আবেগ পৌঁছে দিতে পুলিশই এখন একমাত্র ভরসা তা আজ বোঝা গেল। শুক্রবার সকাল থেকেই দুর্গাপুরের বিভিন্ন থানায় শুরু হয় পুলিশের উদ্যোগে প্রভাতফেরি অনুষ্ঠান। এদিন দুর্গাপুররের নিউ টাউনশিপ থানার উদ্যোগে বিভিন্ন আবাসন এলাকায় প্রভাতফেরি ঘোরে। দুর্গাপুর থানার উদ্যোগে বিভিন্ন ফাঁড়িতে রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়। এদিন দুর্গাপুর থানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা। এদিন বিভিন্ন থানার পক্ষ থেকে প্রভাত ফেরির সঙ্গে করোনা মোকাবিলায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে মহকুমা কার্যালয়ে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন। মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন মহকুমার তথ্য ও সংস্কৃতি আধিকারিক। দুর্গাপুরের ইস্পাত কারখানা কর্তৃপক্ষ এদিন সকালে স্টিল টাউনশিপের টেগর অ্যাভিনিউতে রবীন্দ্র নাথের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ডিএসপির কর্তব্যরত আধিকারিকরা। দুর্গাপুর পুরসভার পক্ষ থেকেও এদিন রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়।





Like Us On Facebook