সোমবার দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের সামনে মৌমাছির আক্রমণের শিকার হন বিওজিএল কলোনির বাসিন্দা দ্বারকা প্রসাদ সিং (৭০) নামে এক বৃদ্ধ। নিউ টাউনশিপ থানার পুলিশ বৃদ্ধকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে ভর্তি করে। রাতে তাঁর মৃত্যু হয় বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর।
স্থানীয়রা জানান, সোমবার দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে আসার সময় ঝাঁকে ঝাঁকে মৌমাছি আক্রমণ করে ওই বৃদ্ধকে, এর পর মৌমাছির কামড়ের থেকে বাঁচার জন্য এদিক-ওদিক দৌড়ঝাঁপ শুরু করেন দ্বারকা প্রসাদ সিং। তাঁকে উদ্ধার করতে এলে অন্য কয়েকজনকেও মৌমাছি কামড় দেয়। অবশেষে সামনে একটি ফলের দোকানে এসে লুটিয়ে পড়েন দ্বারকা প্রসাদ সিং। এরপরই স্থানীয়রা নিউটাউনশিপ থানায় খবর দেয়। পুলিশ এসে তাঁকে মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। অবশেষে রাতে মৃত্যু হয় দ্বারকা প্রসাদ সিংহের।