বাংলার তাঁতের শাড়ির বিশ্বব্যাপি চাহিদা, সকলের কাছে সেই তাঁতের শাড়ি পছন্দ মত পৌঁছে দিতেই জনপ্রিয় শপিং ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হচ্ছে বাংলার তাঁতের শাড়ি। এতে তাঁতের শাড়ির বিক্রিও আগের তুলনায় বহুগুন বেড়েছে। দুর্গাপুরে এক তাঁত বস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করতে এসে একথা জানান ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। স্বপনবাবু আরও বলেন দুর্গাপুর শিল্পাঞ্চলেও তাঁতের শাড়ির চাহিদা রয়েছে। এই প্রদর্শনীতে তাঁতের শাড়ি ভাল বিক্রি হলে দুর্গাপুর নগর নিগমের দুর্গাপুর হাটে এক বছরের জন্য বাংলার তাঁতের বিভিন্ন শাড়ির সেল-কাম-প্রদর্শনী আয়োজন করা হবে। শুক্রবার ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রকের অধীন তাঁত বস্ত্রের এক প্রদর্শনীর উদ্বোধন করে মন্ত্রী স্বপন দেবনাথ একথা জানান। দুর্গাপুরের সিটি সেন্টারের শংকর লজে শুক্র, শনি ও রবিবার তিন দিন ধরে চলবে এই প্রদর্শনী। দক্ষিন বঙ্গের বিভিন্ন জেলা থেকে তাঁত বস্ত্র নিয়ে ক্ষুদ্র ব্যবসায়িরা এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন।