বসন্ত উৎসব উপলক্ষে আসানসোল থেকে শান্তিনিকেতন যাওয়ার পথে দুর্গাপুরে স্করপিও উল্টে ২ শিশু সহ আহত ৮। পুলিশ ও স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।
জানা গেছে, শান্তিনিকেতনের বসন্ত উৎসবে অংশ নিতে যাওয়ার পথে আসানসোলের গড়াই রোডের চারটি পরিবারের সদস্যদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্গাপুরের একটি ব্রীজের নীচে পড়ে গেলে গাড়ির সকলেই কমবেশি আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, স্করপিও গাড়িটি দ্রুতগতিতে আসানসোলের দিক থেকে মুচিপাড়ার দিকে যাওয়ার সময় এমএএমসি’র ওভারব্রিজের কাছে হঠাৎ করে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে গাড়িটি ব্রিজের নীচে পড়ে যায়। গাড়িতে চারটি পরিবারের সদস্যরা ছিলেন। তার মধ্যে দুটি শিশু রয়েছে। স্থানীয় মানুষ এই ঘটনার পর নিউ টাউনশিপ থানার পুলিশকে খবর দেয়। স্থানীয় মানুষ ও পুলিশ আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।