আবারও চমক গোপাল মাঠের যুবক মনুর। দুর্গাপুরের আকাশে উড়ল এবার সূর্যযান আদিত্য এল-১। এর আগে চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণের পর চন্দ্রযান-৩ এর রেপ্লিকা বানিয়ে উড়িয়ে দুর্গাপুরবাসীকে তাক লাগিয়েছিল মনুর আবিষ্কার। সেখানেই থেমে থাকেনি মনু। চাঁদে চন্দ্রযান-৩ এর সফল অবতরণের পর রোভার প্রজ্ঞানের রেপ্লিকা বানিয়ে ভারতবর্ষের চন্দ্র অভিযানের সাফল্যকে উৎসর্গ করেছিল মনু। প্রজ্ঞাণ ঘুরে বেড়িয়েছিল দুর্গাপুরের মাটিতে। ফের মনুর আবিষ্কার চমক দিল। দুর্গাপুরের আকাশে উড়তে দেখা গেল আদিত্য এল-১। দুর্গাপুরবাসীকে চমকিত করে আচমকাই দুর্গাপুরের মাটি থেকে উড়ল আদিত্য এল-১।

এর আগেও মনুর একের পর এক আবিষ্কার খবরের শিরোনামে উঠে এসেছে। ১০ আসনের বাইক বানিয়ে হোক, কিম্বা ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ বিন্ধগিরির রেপ্লিকা বানিয়ে হোক, বরাবরই অভিনব সৃষ্টির মাধ্যমে মনু চমকে দিয়েছে দুর্গাপুরবাসীকে। পেশায় ফুলের ব্যবসায়ী গোপাল মাঠের যুবক মনু জানান, শখের জন্যই নিত্যনতুন এই ধরণের কাজ তিনি করেন। এবং সেই ভিডিও তাঁর ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। আর যা দেখে হাজারো মানুষ মনুর এই নিত্যনতুন সৃষ্টিকে প্রশংসা করেন।

Like Us On Facebook