নিম্নচাপের জেরে মাইথন ও পাঞ্চেত জলাধারগুলির আপার ক্যাচমেন্ট এলাকায় অবিরাম বৃষ্টির জেরে দুটি জলাধার থেকে প্রায় ১ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। দুর্গাপুর জলাধার থেকে জল ছাড়া হয়েছে প্রায় ৬০ হাজার কিউসেক। জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে বাড়তে পারে বলে ডিভিসি সূত্রে জানা গেছে। জল ছাড়ার ফলে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমানের বেশ কিছু এলাকা।

পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজী জানিয়েছেন, জল ছাড়ার খবর মিলতেই প্লাবিত হতে পারে এমন সমস্ত ব্লককে অ্যালার্ট করা হয়েছে।পাশাপাশি ত্রাণ মজুত রাখা ও ত্রাণ শিবিরগুলিকে প্রস্তত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সমস্ত জরুরী পরিষেবার সাথে যুক্ত দফতরগুলির কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়াও প্রতি মুহূর্তের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিপর্যয় মোকাবিলায় বিপর্যয় ব্যবস্থাপন দফতরের পক্ষ থেকে গত ৩০ সেপ্টেম্বর থেকে পূর্ব বর্ধমান জেলায় খোলা আছে কন্ট্রোল রুম।
জেলার কন্ট্রোলরুমের ফোন নম্বার—-8001192740/0342-2665092, এছাড়াও জেলার প্রতিটি ব্লক ও মহকুমাস্তরেও খোলা আছে কন্ট্রোল রুম।

Like Us On Facebook