.
শুক্রবার দুর্গাপুরে নির্বাচনী রোড শোতে যোগদান করে করোনার বাড়বাড়ন্ত নিয়ে কেন্দ্র ও রাজ্য উভয়ের বিরুদ্ধেই চুড়ান্ত গাফিলতির অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শুক্রবার দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড় থেকে বেনাচিতির প্রান্তিকা পাঁচ মাথার মোড় পর্যন্ত সংযুক্ত মোর্চার প্রাথীদের সমর্থনে নাচন রোডে রোড শো করেন। রোড শোতে ছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরী এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী। দুই প্রার্থীকে সঙ্গে নিয়ে সিপিএম রাজ্য সম্পাদক এদিন নির্বাচনী প্রচারে এসে বিভিন্ন ইস্যুতে সরব হওয়ার সঙ্গে সঙ্গে দেশ ও রাজ্যে করোনা পরিস্থিতির ভয়াবহতা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়কেই দায়ী করেন। সূর্যকান্ত মিশ্র এদিন বলেন, কোভিশিল্ড ভ্যাকসিন না দিয়ে মানুষকে কোভ্যাকসিন দিয়ে দেওয়া হচ্ছে। অথচ কোভ্যিকসিনের ট্রায়াল পর্ব এখনও শেষ হয়নি। এদিনের সংযুক্ত মোর্চার রোড শোতে অংশগ্রহণকারী দলীয় কর্মীদের মুখে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়।