আমাদের লড়াই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে। কংগ্রেসের সঙ্গে কোন লড়াই নেই। শনিবার দুর্গাপুরের সৃজনী পেক্ষাগৃহে আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্টের এক কর্মীসভায় একথা ঘোষণা করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্য বামফ্রন্ট ও কংগ্রেসের জোট ভেস্তে যাওয়া নিয়ে কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএমের অবস্থান স্পষ্ট করলেন এদিন সিপিএমের রাজ্য সম্পাদক। সূর্যকান্ত মিশ্র বলেন, ‘কেন্দ্রে ক্ষমতায় বিজেপি আর রাজ্যে তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মীদের মনে রাখতে হবে আমাদের লড়াই এই দুই দলের বিরুদ্ধে। বিরোধী দলের ভোট যাতে ভাগ না হয়ে যায় তাই একজোট হয়ে লড়াই চাই আমরা। আমরা ৪০ টি আসনে প্রার্থী দিয়েছি। দুটি আসনে কংগ্রেস আগে জিতেছে তাই সেই দুই আসন আমরা কংগ্রেসকে ছেড়ে দিয়েছি। আমরা চাই বিরোধী ভোট যেন ভাগ না হয়ে যায়।’
সূর্যকান্তবাবু বলেন, ‘যাইহোক জোট না হলেও কংগ্রেসের সঙ্গে আমাদের কোন বিবাদ নেই।’ সূর্যকান্তবাবু এদিন দলীয় কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, ‘তৃণমূল কংগ্রেস বা বিজেপি কর্মীরা ফাঁদ পেতে কংগ্রেসীদের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা করবে। কিন্তু কেউ সেই প্ররোচনায় পা দেবেন না। সূর্যকান্তবাবু এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারকে তুলোধোনা করেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তাঁর ভাষনে।
সূর্যকান্তবাবু বলেন, ‘আমাদের দলীয় প্রার্থীদের পার্লামেন্টে প্রয়োজনীয়তা রয়েছে। দলীয় কর্মীদের জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। এদিন সূর্যকান্ত মিশ্র আসানসোল ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে বাম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায় ও আভাস রায়চৌধুরীকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমরা দলবদলে বর্জ্য পদার্থ নিই না।’এদিন সকালে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে বাম প্রার্থী আভাস রায়চৌধুরী দুর্গাপুর রেলস্টেশন সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন।