আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও পঞ্চদশতম বর্ষপূর্তি উপলক্ষ্যে সারা দুর্গাপুর ব্যাপী বিরাট সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে দুর্গাপুর সুরেনচন্দ্র মডার্ন স্কুল কর্তৃপক্ষ। আগামী ৭ জানুয়ারি থেকে বসবে প্রতিযোগিতার আসর। প্রতিযোগিতায় অঙ্কন, গান, বানান লেখা, নাচ, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতা থাকবে। এই উপলক্ষে শনিবার দুর্গাপুর সুরেনচন্দ্র মডার্ন স্কুলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচি ও সময়-সারণি বিশদে জানান স্কুলের সম্পাদক সুশান্ত পোদ্দার ও স্কুলের প্রধান শিক্ষিকা। এদিন স্কুলের সফল ছাত্রছাত্রীদের পাশাপাশি সাংবাদিকদেরও সম্মানিত করা হয়। স্কুলের বছরভর অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব শুরু হয়েছে জোর কদমে।
Like Us On Facebook