দুর্গাপুরের এমএএমসি কারখানা সংলগ্ন সুপারশক্তি মেটালিকস প্রাইভেট লিমিটেড তাদের কারখানা সম্প্রসারণে চলতি বছরে ১০০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করল। বর্তমানে কারখানার কর্মীসংখ্যা প্রায় ১১০০। এই বিনিয়োগের ফলে নতুন করে প্রায় ৩০০ কর্মসংস্থান হবে বলে জানিয়েছে সংস্থা।

কারখানা সম্প্রসারণের লক্ষ্যে সোমবার দুর্গাপুরের এমএএমসি টাউনশিপে একটি জনশুনানির আয়োজন করা হয়। সেখানে কারখানা সংলগ্ন এলাকার বাসিন্দা, কারখানা কর্তৃপক্ষ, ডিএমসি, দূষণ নিয়ন্ত্রণ দপ্তর ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। শুনানিতে দূষণ নিয়ন্ত্রণে স্থানীয়রা বেশ কয়েকটি প্রস্তাব দেন। সেই প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন কারখানা কর্তৃপক্ষ।

জনশুনানির পর কারখানা কর্তৃপক্ষ এক সাংবাদিক বৈঠক করেন। সেখানে কারখানা কর্তৃপক্ষ জানান, সুপারশক্তি মেটালিকসের উৎপাদিত লোহার কয়েলের বাজারে যথেষ্ট চাহিদা থাকায় কারখানার নিজস্ব জমিতেই কারখানার সম্প্রসারণ করা হবে। চলতি বছরেই এই কাজ শেষ হবে। সম্প্রসারণের পর কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১ লক্ষ ২৬ হাজার টন থেকে বেড়ে হবে ২ লক্ষ টন। উৎপাদন ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে কারখানায় আরও প্রায় ৩০০ কর্মসংস্থান হবে বলে দাবি কর্তৃপক্ষের।

Like Us On Facebook