মাধ্যমিক পরীক্ষার ফলাফলে দুর্গাপুরের বেনাচিতি মহিষকাপুর হাইস্কুলের সুনীতা মন্ডল অঙ্কে ৯৭, পদার্থ বিজ্ঞানে ৯৫ ও জীবন বিজ্ঞানে ১০০ নম্বর সহ মোট ৬৭৪ নম্বর পেয়ে দুর্গাপুরের অন্যান্য পরীক্ষার্থীদের থেকে এগিয়ে রইল।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সুনীতা মন্ডল সম্ভবত দুর্গাপুরের মাধ্যমিকের সর্বোচ্চ নম্বরের অধিকারীনী। সুনীতা মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় অঙ্ক, পদার্থ বিজ্ঞান ও জীবন বিজ্ঞান একশোয় একশো সহ মোট ৬৭০ নম্বর পায়। সেই ধারাকে অব্যাহত রেখে সুনীতা মাধ্যমিকেও ভাল ফল করল। বাবা সমীর কুমার মন্ডল সুনীতার স্কুলেরই বাংলার শিক্ষক। মা পরিনীতা মন্ডল গৃহবধু। মা-বাবার মুখ উজ্জ্বল করতে সুনীতা একজন সফল চিকিৎসক হতে চায়। সুনীতার সর্বোচ্চ নম্বরের খবরে বেনাচিতি মহিষকাপুর হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে খুশির হাওয়া বইতে থাকে।