বৃহস্পতিবার দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল ডাক্তারি পড়ুয়া দুর্গাপুরের সুজয় দে (২১)। কলকাতার এনআরএস হাসপাতাল ও মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল সুজয়। দুর্গাপুরের অম্বুজার বাসিন্দা সুজয়। জানা গেছে, কয়কদিন আগে কলকাতা থেকে কয়েকজন বন্ধুর সঙ্গে সুজয় দিঘায় বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার তিন বন্ধু স্নান করতে নামেন সমুদ্রে। অসতর্কতাবশত তাঁরা একটু বেশী গভীরে চলে গেলে তিন জনেই সমুদ্রে তলিয়ে যেতে থাকেন। তাঁদের হাবুডুবু খেতে দেখে নুলিয়ারা সুজয়ের দুই বন্ধুকে উদ্ধার করলেও সুজয় সমুদ্রে তলিয়ে যায়। সুজয়ের বন্ধুরা দিঘা থানায় সুজয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ সমুদ্রে সুজয়ের খোঁজ শুরু করে। সুজয়ের বাবা ও মা দিঘার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।
Like Us On Facebook