হঠাৎ করে দুর্গাপুর পৌরসভার কমিশনার পদে বদলের নোটিশকে ঘিরে ব্যাপক গুঞ্জন ছড়ালো দুর্গাপুরে। পুরানো কমিশনার অমিতাভ দাসের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই দুর্গাপুর পুরসভার নতুন কমিশনার পদে আসছেন দার্জিলিংয়ের এডিএম পুষ্পেন্দু মিত্র।
অমিতাভ দাস গত বছর কমিশনার পদে যোগ দিয়েছিলেন। মেয়াদ শেষ হতে অনেক দেরি আছে। তার আগেই আচমকা বদলির নির্দেশকে ঘিরে বিরোধীরা এর পিছনে অন্য রহস্য দেখছেন। অনেকেই মনে করছেন যে বর্তমান পুর কমিশনার অমিতাভ দাসের সঙ্গে মেয়র দিলীপ আগস্তির মনোমালিন্য হচ্ছে। স্বাভাবিকভাবেই তাঁকে কৌশলে সরিয়ে নতুন কমিশনার নিয়োগ হচ্ছে দুর্গাপুর পুরসভায়। যদিও মেয়র দিলীপ আগস্তি এটি রুটিন মাফিক বদলি বলে বিষয়টিকে এড়িয়ে যান।
Like Us On Facebook