জেলার প্রথম কর্ণিয়া প্রতিস্থাপন সফল হল দুর্গাপুরের প্রিয়ংবদা বিড়লা অরবিন্দ চক্ষু হাসপাতালে। বৃহস্পতিবার সকালে প্রিয়ংবদা বিড়লা অরবিন্দ হাসপাতালের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. জয়াংশু সেনগুপ্ত ষাটোর্ধ বিহারের বাসিন্দা বাবুচন্দ্র যাদব ও দুর্গাপুরের জেমুয়ার বাসিন্দা রবিলোচন ঘোষের চোখে সফল কর্ণিয়া প্রতিস্থাপন করেন।
সিটি সেন্টারের অম্বুজা আবাসনের প্রিয়ংবদা বিড়লা চক্ষু হাসপাতাল সূত্রে জানা গেছে, বাবুচন্দ্র যাদব ও দুর্গাপুরের রবিলোচন ঘোষ দু’জনেই চোখে দেখতে পেতেন না। বিভিন্ন জায়গায় চিকিৎসা করে সমস্যার সমাধান না হওয়ায় শেষে প্রিয়ংবদা বিড়লা চক্ষু হাসপাতালের দারস্থ হন। স্বল্পমূল্যে হাসপাতাল কর্তৃপক্ষ এই কর্ণিয়া প্রতিস্থাপন করে দেন। জানা গেছে, ১০ থেকে ১৬ হাজার টাকার মধ্যে চক্ষু রোগীদের কর্ণিয়া প্রতিস্থাপন করছেন প্রখ্যাত প্রিয়ংবদা বিড়লা অরবিন্দ আই হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অন্য হাসপাতালে কর্ণিয়া প্রতিস্থাপনে খরচ পড়ে এর কয়েকগুণ। তাছাড়া চোখের যে কোন চিকিৎসা বিশেষজ্ঞ ডাক্তার ও অত্যাধুনিক মেশিন দিয়ে যত্ন সহকারে করা হয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, দৈনন্দিন জীবনে দূষণ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় চোখের রোগও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।