শুক্রবারের ভারী বৃষ্টিতে ধ্বসে গেল দুর্গাপুরের স্টিল টাউনশিপের নাগার্জুন এলাকায় একটি ব্রিজের পাশের মাটি। মাটি ধ্বসে যাওয়ায় ব্রিজের মাটি আলগা হয়ে যায়। ব্রিজটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় মানুষ। জানা গেছে, এই ব্রিজ স্টিল টাউনশিপের বি-জোন নাগার্জুনের সঙ্গে বিধান নগর, ঝুলঝোড়, অমরাবতী এলাকাকে সংযুক্ত করেছে।

শুক্রবারের প্রবল বৃষ্টিতে রাতে ব্রিজের পাশের মাটি ধ্বসে পড়ায় ব্রিজটি যেকোন সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকার মানুষজন। খবর পেয়ে শনিবার সকালে ছুটে আসেন দুর্গাপুর পুরসভার চার নং ওয়ার্ডের কাউন্সিলর স্বরুপ মুখার্জী। তিনি ব্রিজটি পরিদর্শন করে দুর্গাপুর পুরসভার মেয়র এবং সংশ্লিষ্ট দফতরকে বিষয়েটি জানান। স্বরুপ মুখার্জী তড়িঘড়ি ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল আপাতত নিষিদ্ধ করেন। স্থানীয় কাউন্সিলর স্বরুপ মুখার্জী জানান, দুর্গাপুর পুরসভায় বিষয়টি জানানো হয়েছে, খুব শীঘ্রই ব্রিজটি মেরামতির কাজ শুরু করা হবে। ব্রিজের কাজ সম্পন্ন হলে তারপর ফের ব্রিজটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

Like Us On Facebook