কুলটির ৭৩নং ওয়ার্ডের আলডি গ্রামে ধসে ৩টি বাড়ি সহ একটি মসজিদ ক্ষতিগ্রস্ত। আজ আসানসোল নগর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি সহ চার সদস্যের একটি টিম আলডির ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি সহ স্থানীয় একটি মসজিদ পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকেই মেয়র অতিরিক্ত জেলাশাসক ও ইসিএল-এর আধিকারিকদের সঙ্গে ফোনে কথা বলেন।
স্থানীয় বাসিন্দারা তাঁদের জানান, সোমবার রাতে হঠাৎ এই এলাকায় ধস নামে এবং ৩টি বাড়ি সহ একটি মসজিদে এবং রাস্তায় ফাটল দেখা যায়। মঙ্গলবার সকাল থেকে ফাটলগুলি বাড়তে থাকে। ফলে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। মেয়র স্থানীয় মানুষদের আশ্বাস দিয়ে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
Like Us On Facebook