.

১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিন। ভালো লাগার দিন। প্রেম দিবস উপলক্ষে জি সারেগামাপা খ‍্যাত জনপ্রিয় গায়িকা দুর্গাপুরের শুভশ্রী দেবনাথের প্রেমের গানের ম্যাশ আপ প্রকাশিত হল। ইউটিউবে প্রকাশিত শুভশ্রীর সেই গান নিয়ে শুভশ্রী ভক্তদের মধ্যে আগ্রহ তুঙ্গে। জানা গেছে ইতিমধ্যেই বেশ কিছু বাংলা টেলি সিরিয়াল ও অ‍্যালবাম নিয়ে দুর্গাপুরের শ‍্যামপুরের কোকিল কন্ঠী এখন কাজ করছেন। যার মধ্যে জি বাংলার সম্প্রতি শুরু হওয়া আমলকি সিরিয়ালে আমলকির মায়ের চরিত্রের গাওয়া গানগুলি শুভশ্রী গেয়েছেন।

Like Us On Facebook