জি-সারেগামাপা খ্যাত দুর্গাপুরের মেয়ে শুভশ্রী দেবনাথের সম্পূর্ণ হিন্দি গান ‘ইয়াদেঁ সাতায়ে তেরি’ ইউটিউবে রিলিজ হল। গীতিকার শিবাশিষ দন্ড’র গানের কথায় সঙ্গীত পরিচালক অমিত সুরের সুর ও নাইন সাউন্ড স্টুডিতে গানের সম্প্রতি রেকডিং হয় এবং পরবর্তী সময়ে তা পিকচারাইজেশন হয় বিভিন্ন স্পটে।
শুভশ্রীর মনমাতানো গানগুলি ইউটিউবে রিলিজ হতেই শুভশ্রীর ভক্তদের মধ্যে প্রবল উদ্দীপনা দেখা যায়। সারা দেশের সঙ্গে দুর্গাপুর জুড়ে সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী ভক্তদের মধ্যে তাঁর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার ধুম পড়েছে। পাশাপাশি তাঁর হাজার হাজার ভক্তরা ইউটিউবে গানটি দেখে ভালোলাগার কথা জানিয়েছেন শুভশ্রীর ইউটিউব চ্যানেলে।
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে শুভশ্রী দেবনাথের প্রেমের গানের ম্যাশ আপ প্রকাশিত হয়েছিল। তখন ইউটিউবে প্রকাশিত শুভশ্রীর সেই গান নিয়ে শুভশ্রী ভক্তদের মধ্যে ব্যপক আগ্রহ দেখা গিয়েছিল।