দীর্ঘপথ পেরিয়ে দুর্গাপুরের মেয়ে শুভশ্রী জনপ্রিয় জি বাংলার সারেগামাপা সঙ্গীত প্রতিযোগীতার গ্র্যান্ড ফিনালের কাছাকাছি। শনিবার সারেগামাপা’র গ্র্যান্ড ফিনালের শুটিং হল। প্রতিযোগিতার মঞ্চে সুরেলা কন্ঠে বিভিন্ন জনপ্রিয় গান বিচারকদের শুনিয়ে একদিকে যেমন বিচারকদের মনে দাগ কেটেছে শুভশ্রী তেমনই অসংখ্য দর্শকদেরও মন জয় করে নিয়েছে দুর্গাপুরের শ্যামপুরের এই কোকিল কন্ঠী। আগামী ৩ জুন সন্ধ্যায় জি বাংলার পর্দায় জনপ্রিয় সারেগামাপা’র গ্র্যান্ড ফিনালের সম্প্রচারে বর্ধমান জেলা থেকে শুভশ্রীকে দেখতে উদগ্রীব জেলার মানুষ। গ্র্যান্ড ফিনালেতে উন্নীত হতে এবং তাকে বিজয়ী দেখতে শনিবারের শুভ দিনে দুর্গাপুরের বিভিন্ন মন্দিরে শুভশ্রী ভক্তরা পুজো দিলেন। দুর্গাপুরের ভিড়িঙ্গী কালী মন্দিরেও বেশ কিছু ভক্ত শনিবার শুভশ্রীর শুভকামনায় প্রার্থনা করলেন। দুর্গাপুরের স্টিল টাউনশিপের বাসিন্দা আর্য্য বন্দোপাধ্যায়, বিধাননগরের ইপ্সিতা দাস, সিটিসেন্টারের প্রিয়া লোধ ও বেনাচিতির মৌপ্রিয়া মুখার্জী সকলেই চায় সঙ্গীতের সেরা মঞ্চের সেরা মুকুট মাথায় উঠুক শুভশ্রীর।
Like Us On Facebook