জি-বাংলা সারেগামাপা রিয়্যালিটি শো-এর দ্বিতীয় স্থানাধিকারী শুভশ্রী দেবনাথের মানবিক মুখ দেখল দুর্গাপুর। গত কয়েক মাসে বিভিন্ন জলসায় গান গেয়ে উপার্জিত অর্থ থেকে শুভশ্রী মলানদিঘির দুটি স্কুলের ছাত্র-ছাত্রীদের খেলার জন্য বুধবার খেলার বিভিন্ন সরঞ্জাম কিনে স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। মলানদিঘির দুর্গাদাস বিদ্যামন্দির ও মলানদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের খেলায় উৎসাহ দিতে এই দুটি স্কুলকে বুধবার এক অনুষ্ঠানে উপহার দেয় দুর্গাপুরের শ্যামপুরের মেয়ে শুভশ্রী দেবনাথ। বুধবার ছিল মলানদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষিকার চাকরি জীবনের শেষ দিন। এদিন আয়োজিত হয় শিক্ষিকা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। এই দিনটিকে স্মরনীয় করতে খ্যাতনামা গায়িকা শুভশ্রী পড়ুয়া ও স্কুলের পাশে দাঁড়াতে নিজের উপার্জনের টাকায় কেনা খেলার বিভিন্ন সরঞ্জাম স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। শুভশ্রীর এই মানবিক মুখ দেখে এলাকার বাসিন্দারা যেমন খুশি তেমনই স্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারাও খুশির কথা জানান।