দুর্গাপুরের বাসিন্দা জন্মান্ধ শুভদীপ মন্ডল ৬৬৩ অর্থাৎ প্রায় ৯৫ শতাংশ নম্বর পেয়ে এবছরের মাধ্যমিকে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করল। শুভদীপ দুর্গাপুরের স্টিল টাউনশিপ সি-জোনের বাসিন্দা। বাবা আদিত্য মন্ডল দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী। বাবা আদিত্য মন্ডল ও মা তনুশ্রী মন্ডলের পুত্র শুভদীপ জন্মান্ধ। মেয়ে সুষমা বর্তমানে স্নাতকোত্তরের ছাত্রী।
জন্মের পর জন্মান্ধ শুভদীপকে কিভাবে বড় করবেন তা নিয়ে বাবা আদিত্য মন্ডল ও মা তনুশ্রী মন্ডল বেশ দুশ্চিন্তায় পড়েন। পরবর্তী সময়ে আদিত্যবাবু ও তনুশ্রীদেবী পঠন-পাঠনের উদ্দেশ্য শুভদীপকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড অ্যাকাডেমিতে প্রথম শ্রেণিতে ভর্তি করেন। সেই শুভদীপ এবার মাধ্যমিকে সকলকে চমকে দিয়ে ৬৬৩ নম্বর পেয়ে রাজ্যে দৃষ্টিহীনদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বলে জানা গেছে।
শুভদীপ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড অ্যাকাডেমিতে পঠন-পাঠনের ক্ষেত্রে প্রথম থেকেই বেশ সুনাম অর্জন করে। দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় শুভদীপ ৮০ শতাংশ নম্বর পায়। এরপর মাধ্যমিকে আরও ভাল ফলের লক্ষে কঠোর পরিশ্রম শুরু করে শুভদীপ। ফলও পায় হাতেনাতে। শুভদীপের ভাল ফল করার খবরে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড অ্যাকাডেমিতে যেমন খুশির হাওয়া তেমনই দুর্গাপুরের বাড়ি ও আদিত্যবাবুর কর্মস্থলে সহকর্মীদের মধ্যে খুশির হাওয়া বইছে। শুভদীপের এই সাফল্যে মা-বাবা এখন গর্ব বোধ করছেন। শুভদীপের ইচ্ছা ভবিষ্যতে একজন সফল সঙ্গীত শিল্পী হয়ে মানুষের মন জয় করা।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?