ইউজিসির নির্দেশিত উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা (নেট, সেট, এমফিল, পিএইচডি) ছাড়াই অতিথি এবং আশিংক সময়ের অধ্যাপকদের কলেজে কলেজে স্থায়ীকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের প্রতিবাদে এবার দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির(এনআইটি) ছাত্রছাত্রী ও গবেষকরা আন্দোলনে নামলেন। মঙ্গলবার দুর্গাপুরের এনআইটির মেন গেটের সামনে এনআইটির ছাত্রছাত্রী ও গবেষকরা বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কলেজে কলেজে অতিথি এবং আশিংক সময়ের অধ্যাপকদের স্থায়ীকরণের যে সিদ্ধান্ত নিয়েছেন তা অনৈতিক এবং নিয়ম বিরুদ্ধ। কারণ কলেজে কলেজে যেসব অতিথি অধ্যাপক রয়েছেন তাঁদের ইউজিসির নির্দেশিত উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা নেই। তাই যোগ্যতার মাপকাঠিতে এনারা কলেজের স্থায়ী অধ্যাপক হতে পারেন না। আর আমরা যারা প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করে গবেষণা করছি তাঁরা তো তাহলে কোন দিনই কলেজে অধ্যাপনার সুযোগই পাব না। বিক্ষোভকারী গবেষকরা বলেন, ‘আমাদের দাবি মেনে যদি মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত বদল না করেন তাহলে আমরা সারা বাংলা জুড়ে বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাব এবং পরবর্তী সময়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করব।’ বিক্ষোভকারী গবেষকরা বলেন, ‘আমরা চাই যোগ্যতার মাপকাঠিতে কলেজে কলেজে অধ্যাপনার সুযোগ পান যোগ্যতা সম্পন্নরা।’