শনিবার পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তর ও দুর্গাপুর নগর নিগমের যৌথ উদ্যোগে দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে দুই দিন ব্যাপী পৌর ছাত্র-যুব উৎসবের সূচনা হল। দুর্গাপুরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায় এই উৎসবের সূচনা করেন। দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে ছেলে মেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতা উপলক্ষ্যে প্রচুর জনসমাগম হয় সিধু কানু স্টেডিয়ামে। এই পৌর উৎসবে বসেআঁকো, সঙ্গীত, নৃত্য, তাৎক্ষনিক বক্তৃতা, আবৃত্তি সহ সংবাদ পাঠের মত বিভাগে প্রচুর প্রতিযোগী অংশ নিয়েছে।
দুর্গাপুরের ২০ নং ওয়ার্ডের পৌরমাতা অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন,”সংস্কৃতি-মনস্ক মানুষের বাস দুর্গাপুরে। তাই এই পৌর ছাত্র-যুব উৎসবে বিভিন্ন বয়সের প্রচুর ছেলে মেয়ে অংশ নিয়েছে। প্রচুর জনসমাগম হয়েছে এই উৎসবে। সফল প্রতিযোগীদের পুরস্কৃত করবে যুব কল্যাণ দপ্তর।