দুর্গাপুরের বেনাচিতি ঝান্ডাবাগের ঋষি অরবিন্দ শিক্ষা সদনের রজত জয়ন্তী বর্ষে পড়ুয়াদের পাখিদের আহারদান সহ যত্নআত্তির পাঠ দিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। বুধবার রজত জয়ন্তী বর্ষের অনুষ্ঠানে স্কুলের পড়ুয়াদের হাতে করে স্কুলের বিভিন্ন গাছে আশ্রিত পাখিদের আহারদান করালেন স্কুলের শিক্ষিক-শিক্ষিকারা। স্থানীয় কাউন্সিলর সুশীল চ্যাটার্জী সহ অনেক বিশিষ্ট ব্যক্তি এদিনের অনুষ্ঠানে যোগ দেন। স্কুলের পড়ুয়ারাও পাখিদের যত্নআত্তির পাঠ নিয়ে খুশির কথা জানায়।

Like Us On Facebook