সাঁতার কাটতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল এক কিশোরের। ১৯ বছর বয়সী রাজেন্দ্র রাই বুদবুদের রঘুনাথপুরের বাসিন্দা। জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজেন্দ্র তার পানাগড় গ্রামের এক বন্ধুর সঙ্গে কাঁকসার আমানি ডাঙা এলাকায় গভীর খাদে সাঁতার কাটতে আসে। আচমকা রাজেন্দ্র জলের তলায় তলিয়ে যেতে থাকে। রাজেন্দ্রর সঙ্গে থাকা তার বন্ধু তাকে উদ্ধার করার চেষ্টা চালায়। কিন্তু তাকে উদ্ধার করতে না পেরে সে উপরে উঠে এসে চিৎকার করে এলাকার লোকজনকে ডাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় রাজেন্দ্রকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজেন্দ্র কেন্দ্রীয় বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। মাঝেমধ্যেই সে তার বন্ধুদের নিয়ে কাঁকসার আমানি ডাঙা এলাকার গভীর খাদে সাঁতার শিখতে আসতো। বৃহস্পতিবারও সাত সকালে সাঁতার কাটতে এসে ঘটে বিপত্তি।