File Photo

ফের দামোদর নদে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। ঘটনাটি ঘটছে পূর্ব বর্ধমানের বড়শুলে। মৃত ছাত্রের নাম আবিদ হোসেন ( ১৪ )। বর্ধমান সি এম এস স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল সে। তার বাড়ি বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ায়। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে বন্ধুরা ফোন করে আবিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। চার বন্ধু মিলে বাইক নিয়ে দামোদরের শম্ভুপুর এলাকায় ঘুরতে যায়। তারপর থেকে আবিদ আর বাড়ি ফেরেনি। নিখোঁজ ছেলের সন্ধানে বৃহস্পতিবারই পুলিশের দ্বারস্থ হয় পরিবারের লোকজন। শুক্রবার দামোদরের জল থেকে উদ্ধার হয় আবিদের মৃতদেহ। শক্তিগড় থানার পুলিশ দামোদরের জল থেকে মৃতদেহ উদ্ধার করে।

এদিকে, ছেলের মৃত্যুর জন্য বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। তাঁদের দাবি, বন্ধুরা বিভ্রান্তি মূলক কথা বলছে। আবিদের পরিবারের দাবি, বন্ধুরাই আবিদকে প্রাণে মেরে দামোদরের জলে ফেলে দিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে পুলিশ ছাত্রের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই জামালপুরের জ্যোৎচাঁদ গ্রামের পাইকপাড়া ঘাট থেকে ৪ বন্ধু পানসি নৌকা নিয়ে দামোদরের ওপারে যায়। সেখান থেকে ফেরার পথে নৌকাডুবিতে ২জন ছাত্র জলে তলিয়ে যায়। বাকি ২ জন সাঁতরে উঠে আসে। তলিয়ে যাওয়া ২ বন্ধুর মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার হয় ওই এলাকাতেই।

Like Us On Facebook