বন্ধুদের সঙ্গে দামোদরের চড়ে ঘুরতে গিয়ে নদীর জলে তলিয়ে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে খন্ডঘোষের গৈতানপুরে। মৃতের নাম সৌরশুভ্র সাঁই(১৭)। বাড়ি বর্ধমান শহরের কালনাগেট জামতলা এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার কয়েকজন বন্ধুর সঙ্গে গৈতানপুরে দামোদরের চড়ে ঘুরতে যায় সৌরশুভ্র সাঁই। স্নান করতে নেমে অন্যান্য বন্ধুরা পাড়ে উঠে এলেও তলিয়ে যায় সৌরশুভ্র। এরপরই তার খোঁজে তল্লাশিতে নামে জেলা বিপর্যয় ব্যবস্থাপন দফতর, খন্ডঘোষ থানার পুলিশ ও স্থানীয়রা। শনিবার তার দেহ উদ্ধার হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠিয়েছে।
Like Us On Facebook