বিষ খেয়ে আত্মঘাতী হল এক ছাত্র। ঘটনাটি ঘটেছে মেমারির বামুনাড়ায়। মৃতের নাম নবীন মজুমদার (১৬)। নবীন আমাদপুর হাইস্কুলে একাদশ শ্রেণির ছাত্র ছিল। গত ৩ আগস্ট সে আগাছা মারার বিষ খায় বলে জানা গেছে। পরিবারের লোকজন তাকে মেমারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরের দিন পুনরায় অসুস্থ হয়ে পড়ায় নবীনকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসেন পরিজনেরা। সেখানে মঙ্গলবার সকালে নবীন মারা যায়। পরিবার সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন ছিল নবীনের। কিন্তু, মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় সে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিল। মানসিক অবসাদ থেকেই নবীন আত্মহত্যা করেছে বলে অনুমান বাবা নিতাই মজুমদারের।
Like Us On Facebook