সময় শেষ, এবার তৃণমূলের পাততাড়ি গোটানোর পালা। সেই ভয়েই তৃণমূলের নেতারা পৌরনির্বাচনের আগে সন্ত্রাস সৃষ্টি করে আতঙ্ক ছড়াচ্ছে। দুর্গাপুরে পৌরনির্বাচনের প্রচারে এসে বুধবার একথা বলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাহুল সিনহার বক্তব্যের পুনরাবৃত্তি করে লকেটের দাবি পৌরনির্বাচন স্বচ্ছ ভাবে হলে এবং মানুষ নিজের ভোট নিজে দিতে পারলে দুর্গাপুরে ঘাস ফুল নয় এবার পদ্ম ফুল ফুটবে। লকেট দাবি করেন তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় এমন অনেকে আছেন যারা চান না তৃণমূল ফের পৌরসভায় আসুক, তাঁরা চাইছেন পৌরসভায় পদ্ম ফুল ফুটুক। ১৩ আগস্ট দুর্গাপুরের মানুষ তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের উন্নয়নের সঙ্গে দুর্গাপুরের উন্নয়নের জন্য বিজেপিকে ভোট দেবেন বলে দাবি বিজেপি নেত্রীর। লকেট চট্টোপাধ্যায় এদিন সকালে ৮, ৯, ১০, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের সমর্থনে রোড-শো করেন। লকেট চট্টোপাধ্যায় মুচিপাড়া থেকে বিওজিএল ও স্টেশন বাজারের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করেন। বিকেলেও দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারে অংশ নেবেন বলে জানা গেছে। এদিন লকেট চট্টোপাধ্যায়কে দেখতে মানুষের ঢল নামে স্টেশন বাজার এলাকায়।

Like Us On Facebook