স্কুল কর্তৃপক্ষ সিবিএসই বোর্ডকে মার্কসের ভুল তথ্য দিয়েছে, আর এর ফলে তাদের মার্কস আশানুরূপ হয়নি, এই অভিযোগে শনিবার সকাল থেকে দুর্গাপুর ইস্পাত নগরীর একটি বেসরকারি ইংরেজী মাধ্যম স্কুলের ভিতর কর্তৃপক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন অভিভাবক ও পড়ুয়ারা। অভিযোগ, সব স্কুল যখন ঠিকঠাক নম্বর বোর্ডে পাঠিয়েছে তখন জুম ইন্টারন্যাশনাল নামে বেসরকারী এই ইংরেজী মাধ্যম স্কুল গড় নম্বর ধরে বোর্ডে পাঠিয়ে দিয়েছে আর এতে করে পড়ুয়ারা কম নম্বর পেয়েছে বলে অভিবাবকদের অভিযোগ। এই নম্বরে অন্য কোথাও ভর্তি হওয়া তো দূর অস্ত, চাকরীর সুযোগ থেকেও তারা বঞ্চিত হবেন। অবিলম্বে প্রশাসনিক মধ্যস্থতায় স্কুল কর্তৃপক্ষ নম্বর ফের ঠিকঠাক করে বোর্ডে পাঠাক।

পড়ুয়া ও অভিবাবকদের এই দাবী স্কুল কর্তৃপক্ষ মানতে রাজি না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, রীতিমতো উত্তেজিত পড়ুয়া ও অভিভাবকরা একজোট হয়ে স্কুলের অধ্যক্ষ ও বাকি শিক্ষকদের একটি ঘরে ঘেরাও করে রেখে তুমুল বিক্ষোভ শুরু করে দেন। যতক্ষণ না দাবী মানা হচ্ছে ততক্ষণ এই ঘেরাও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখেন আন্দোলনকারীরা। পড়ুয়া ও অভিবাবকদের তুমুল বিক্ষোভের খবর পেয়ে স্কুলে ছুটে আসে পুলিশ। কিন্তু পুলিশকে ঘিরে ধরেও শুরু হয়ে যায় পড়ুয়া ও অভিভাবকদের তুমুল বিক্ষোভ। জানিয়ে দেওয়া হয় দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর ইস্পাত নগরীর ওই বেসরকারি ইংৰএজী মাধ্যম স্কুল চত্বরে।

Like Us On Facebook