কলেজে বার কাউন্সিল অব ইন্ডিয়ার(বিসিআই) অনুমোদন আনার দাবিতে আন্দোলন করার অপরাধে এক ছাত্রকে বহিষ্কার ও ২৩ জন ছাত্রছাত্রীকে সাসপেন্ড করে কলেজ কর্তৃপক্ষ কলেজের ডিসিপ্লিনারি কমিটির সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে বলে অভিযোগ পড়ুয়াদের। কলেজ কর্তৃপক্ষের এহেন আচরণের বিরুদ্ধে প্রতিবাদে দুর্গাপুরের গান্ধী মোড়ের এক আইন কলেজের পড়ুয়ারা মঙ্গলবার কলেজের গেটে বিক্ষোভ প্রদর্শন করলেন। পড়ুয়াদের অভিযোগ, দুর্গাপুরের গান্ধী মোড়ের ওই বেসরকারি আইন কলেজের বার কাউন্সিল অব ইন্ডিয়ার অনুমোদন নেই। অথচ কলেজ কর্তৃপক্ষ মোটা টাকা ফি নিয়ে কয়েক বছর ধরেই কলেজে ছাত্রছাত্রীদের ভর্তি নিয়েছে।

জানা গেছে, আগে এই কলেজটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় বিসিআই-এর অনুমোদন ছিল। কিন্তু পরবর্তী সময়ে এই কলেজটি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসায় কাজী নজরুল ইউনিভার্সিটির বিসিআই এর অনুমোদন না থাকায় এই আইন কলেজটিও বিসিআই এর অনুমোদন থেকে বঞ্চিত হয়। স্বাভাবিকভাবেই আইন পড়ুয়ারা হতাশ হয়েই গত মার্চ মাস থেকে বিসিআই-এর অনুমোদনের দাবিতে আন্দোলনে নামেন। কলেজের সঙ্গে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের গেটেও বিক্ষোভ প্রদর্শন করেন কলেজের পড়ুয়ারা। কলেজের আইন পড়ুয়াদের দাবি, দেরিতে হলেও কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বার কাউন্সিল অব ইন্ডিয়ার অনুমোদন পাবে বলে তাঁদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন। কিন্তু এরইমধ্যে কলেজের পড়ুয়াদের আন্দোলন করার অপরাধে কলেজ কর্তৃপক্ষ ২৩ জন ছাত্রছাত্রীকে সাসপেন্ড করে কলেজের ডিসিপ্লিনারি কমিটির সামনে উপস্থিত হতে নির্দেশ দিয়েছে এবং কলেজের আন্দোলনের মুখ রোহন শর্মা নামে এক ছাত্রকে সরাসরি বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ বলে অভিযোগ আইন পড়ুয়াদের। এরই প্রতিবাদে মঙ্গলবার দুর্গাপুরের গান্ধী মোড়ে আইন কলেজের গেটে বিক্ষোভ প্রদর্শন করেন পড়ুয়াদের। পড়ুয়াদের অভিযোগ নিয়ে অবশ্য কলেজ কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook