ছাত্রছাত্রীদের ক্লাসে উপস্থিতির হার কম থাকায় কলেজ কর্তৃপক্ষ মাত্রাতিরিক্ত ভাবে ফাইন করছে বলে অভিযোগ তুলে কলেজের পঠনপাঠন শিকেয় তুলে সারাদিন কলেজ চত্ত্বর ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে উত্তাল হল। ঘৃতাহুতি পড়ল যখন কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের বোঝাতে অসমর্থ হয়ে কলেজ চত্ত্বরে পুলিশ ডাকেন। ছাত্রছাত্রীরা সেই পুলিশের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখায়। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসার আড়া শিবতলা এলাকার এনএসএইচএম কলেজে।

ছাত্রছাত্রীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের পড়াশোনা শেষে কাজ দেওয়ার কোন নিশ্চয়তা দেখাতে পারেনা অথচ ক্লাসে উপস্থিতির হার কম থাকায় উচ্চ হারে জরিমানা আদায় করতে ফরমান জারি করেছে। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে চাইলেও কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় রাজি হয়নি বলে দাবি পড়ুয়াদের। আর তাতেই উত্তাল হয় গোট কলেজ চত্ত্বর। পড়ুয়াদের বিক্ষোভে সোমবার দিনভর কলেজ চত্ত্বর উত্তাল হওয়ার পর শেষমেশ পুলিশ গাড়িও কলেজ থেকে পিছু হটে বলে জানা গেছে।

যদিও কলেজ কর্তৃপক্ষ এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, অ্যাটেনডেন্স বিধি সেমিস্টার শুরুর আগেই পড়ুয়া এবং অভিভাবকদের জানিয়ে দেওয়া হয়েছিল। কলেজে পড়াশোনার মান বজায় রাখতে অ্যাটেনডেন্সের বিষয়ে সংশ্লিষ্ট ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।


Like Us On Facebook