এনআরএস কান্ডের প্রতিবাদে বুকে কালো ব্যাজ পরে শুক্রবার দেশব্যাপী কালা দিবস পালন করলেন কর্তব্যরত চিকিৎসকরা। দুর্গাপুরের আইকিউসিটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রী থেকে হাসপাতালের চিকিৎসকরা এনআরএস ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে আগের দু’দিনের মত শুক্রবারও সকাল থেকে ওপিডি বন্ধ রেখে কালা দিবস পালন করলেন। জানা গেছে, আইকিউ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্ডোর এবং জরুরি বিভাগে চিকিৎসা চালু আছে।
আইকিউ সিটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের পড়ুয়াদের সঙ্গে শুক্রবার আইকিউ সিটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরাও বুকে কালো ব্যাজ পড়ে কালা দিবস পালন করলেন। এনআরএস কান্ডের প্রতিবাদে দিনভর কালা দিবস পালন করে মেডিক্যাল কলেজের পড়ুয়ারা আইকিউ সিটি হাসপাতাল ও আবাসন এলাকায় শ্লোগান দিতে দিতে প্রতিবাদ মিছিল করেন। এদিকে, জানা গেছে দুর্গাপুরের অন্যান্য বেসরকারি হাসপাতাল এবং সনাকা হাসপাতাল ও মেডিক্যাল কলেজে এদিন চিকিৎসকরা বুকে কালো ব্যাজ পড়ে চিকিৎসা পরিষেবা চালু রেখেই কালা দিবস পালন করলেন।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?