দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি আইন কলেজের বৈধতা নিয়ে কয়েকশো আইন পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা সোমবার কলেজের সামনে বিক্ষোভ দেখালেন। আইন পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের অভিযোগ, কলেজের বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কোন অনুমোদন নেই অথচ কলেজের সামনে বড় বড় করে বার কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত কলেজ বলে লেখা আছে।
কলেজের পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়া কলেজ কর্তৃপক্ষ কিভাবে গত চার বছর ধরে ছাত্রছাত্রী ভর্তি করছে? কলেজ পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়া আইন পাশ করার পর ছাত্রছাত্রীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে। সোমবার বিক্ষোভে উত্তাল হয় কলেজ চত্ত্বর।
যদিও কলেজ কর্তৃপক্ষ আইন পড়ুয়াদের সব অভিযোগ অস্বীকার করে সব দোষ চাপিয়েছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর। কলেজ কর্তৃপক্ষ বলেন, যতদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের কলেজটি ছিল, কোন সমস্যা ছিল না। বিসিআই-এর অনুমোদন ছিল। কিন্তু যখন থেকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যায় আমাদের আইন কলেজটি, সেই দিন থেকে সমস্যা শুরু হয়েছে। তবে কিভাবে সমস্যার সমাধানের পথ বের হবে সেই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কোন দিশা না দিয়ে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দায় এড়াচ্ছেন।