বসন্ত উৎসবকে সামনে রেখে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে পথ-আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলবার এই প্রতিযোগিতায় কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। এই বছর দ্বিতীয় বর্ষে পদর্পণ করা এই অনুষ্ঠানে কলেজের প্রায় ১৭ টি বিভাগ থেকে মোট ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন বলে দাবি কলেজ কর্তৃপক্ষের। পড়ুয়াদের সৃষ্টিশীলতা তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করে কলেজ কর্তৃপক্ষের। কলেজ চত্বরে সমস্ত রাস্তায় রংবেরঙের আলপনায় ভরে ওঠে এই প্রতিযোগিতার মাধ্যমে। এই প্রতিযোগিতার আয়োজনে খুশি কলেজ পড়ুয়ারাও।
Like Us On Facebook