শিয়ালদহ রাজধানীর অপেক্ষায় নিউ দিল্লি স্টেশনে

অবশেষে সমস্ত বাধা অতিক্রম করে কাশ্মীরে বেড়াতে যাওয়া দুর্গাপুরের ২৩ জন পর্যটক শুক্রবার সকালে শ্রীনগর থেকে ফ্লাইটে দিল্লি পৌঁছলেন। কাশ্মীর, লে-লাদাখ বেড়াতে গিয়ে ফেরার পথে কাশ্মীরের জোজিলা পাশের ধসে আটকে পড়েন দুর্গাপুরের ২৩ জন পর্যটক। দুর্গাপুরের বেনাচিতির সুভাষপল্লীর বাসিন্দা নির্মল চৌধুরীর পরিবার সহ তাঁর বন্ধু-বান্ধবরা ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় রাস্তায় গাড়িতে দুই দিন ধরে আটকে পড়েন। পানীয় জল ও খাবারের অভাবে বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই চরম দুরাবস্থায় পড়েন।

সংবাদ মাধ্যমে কাছে দুর্গাপুরের পর্যটকদের আটকে পড়ার খবর আসতেই দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরাকে জানানো হয় বিষয়টি। এরপরই দুর্গাপুরের পর্যটকদের উদ্ধারের জন্য মহকুমা প্রশাসন তৎপরতা শুরু করে। পশ্চিম বর্ধমান জেলাশাসকের মাধ্যমে বিপর্যয় মোকাবিলা টিমের সঙ্গে যোগাযোগ করা হয়। একই সঙ্গে লাদাখের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে শুক্রবার সকালে ফ্লাইটের কথা জানিয়ে দুর্গাপুরের আটকে যাওয়া পর্যটকদের জরুরি ভিত্তিতে শ্রীনগর পৌঁছানোর ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের চিঠি পেয়ে লাদাখের স্থানীয় প্রশাসন রাস্তা পরিষ্কার হতেই দুর্গাপুরের পর্যটকদের দুটি গাড়িকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রায় ৩৫ কিমি রাস্তা পার করে দিলে তাঁরা দ্রুত শ্রীনগর বিমান বন্দর পৌঁছে যান। এর ফলে তাঁদের ফ্লাইট ধরতে কোন অসুবিধা হয় নি।

শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে শ্রীনগর থেকে দিল্লিগামী ফ্লাইট ধরতে পারবেন কিনা সেই নিয়ে দিনভর কাশ্মীরের ধস এলাকায় পথে আটকে পড়ে নির্মলবাবুরা যেমন দুশ্চিন্তায় পড়েন তেমনই দুর্গাপুরে ওই পর্যটকদের বাড়ির লোকজন ও সারা দিন উদ্বেগের মধ্যে কাটান। জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে ধীরে ধীরে অবস্থা কিছুটা স্বাভাবিক হলে ওই রাস্তায় যান চলাচল শুরু হয়। স্থানীয় প্রশাসন পর্যটকদের গাড়িগুলি বিশেষ গুরুত্ব দিয়ে ওই এলাকা পার করার ব্যবস্থা করেন। ওই এলাকায় রাতে কনকনে ঠান্ডা ও তুষারপাতের মধ্য দিয়ে পর্যটকদের গাড়িগুলি অবশেষে শুক্রবার ভোরে শ্রীনগর পৌঁছয়
এবং অপেক্ষা ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে দুর্গাপুরের ২৩ জন পর্যটক ৭টা ৫০ মিনিটের ফ্লাইট ধরেন। নির্মল চৌধুরীর পরিবারের ছোট ছেলে শুভঙ্কর চৌধুরী বলেন সমস্ত উৎকণ্ঠা কাটিয়ে বাবারা নির্বিঘ্নে দিল্লি পৌঁছে গেছেন। শুক্রবার বিকেলে দিল্লী থেকে শিয়ালদহ রাজধানী ধরে শনিবার সকালে সকলে বাড়ি ফিরবেন।


Like Us On Facebook