২৬ ডিসেম্বর দুর্গাপুরের স্টিল টাউনশিপ নাগার্জুন থেকে চুরি যাওয়া একটি ট্রাক্টর বি-জোন ফাঁড়ির পুলিশ অন্ডাল থেকে আটক করে। চুরির ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে অন্ডাল থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করল।

জানা গেছে, প্রবীর ধর নামে এক ব‍্যক্তির নাগার্জুনের কোয়ার্টারের সামনে থেকে রাত ১টা নাগাদ কেউ বা কারা ট্রাক্টরটি নিয়ে চম্পট দেয়। প্রবীর বাবুর পরিবার থেকে এরপর স্টিল টাউনশিপ বি-জোন ফাঁড়ির পুলিশের দারস্থ হলে পুলিশের তৎপরতায় চুরি যাওয়া ট্রাক্টরটি সহ দু’জনকে গ্রেফতার করে। জানা গেছে ধৃত দু’জনের নাম শেখ জামাল ও শেখ আজমত। দু’জনই আমরাই আরতির বাসিন্দা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Like Us On Facebook