আগামী ৯ থেকে ২১ আগষ্ট পূর্ব বর্ধমান জেলায় মিশন নির্মল বাংলার কাজ খতিয়ে দেখতে আসছেন রাজ্য প্রতিনিধিরা। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং পুরসভাগুলিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মল ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরেও রীতিমত আতঙ্কে রয়েছে জেলা প্রশাসন। কারণ পূর্ব বর্ধমান জেলায় গ্রাম পঞ্চায়েত এবং পুরসভাগুলিকে নির্মল ঘোষণা করার পর নজরদারির অভাবে ফের রাস্তাঘাটে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করার মত ঘটনাও ঘটতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নজরদারি নিয়ে। আর তাই রাজ্য প্রতিনিধিদের কাছে মান বজায় রাখতে ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পুরসভাকে জোরদার এই কয়েকদিন নজরদারি বাড়াতে বলা হয়েছে। শুক্রবার বর্ধমান উত্তর ও দক্ষিণ মহকুমার সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমুখদের নিয়ে এব্যাপারে বৈঠক করলেন সভাধিপতি দেবু টুডু। তিনি জানান, সমস্ত পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে ব্যাপকভাবেই নজরদারি করতে বলা হয়েছে।
Like Us On Facebook